ঢাকা অফিস :
কক্সবাজারের টেকনাফে অচেনা এক প্রজাতির পোকার দল হানা দিয়েছে। এগুলো নিমিষেই খেয়ে ফেলছে গাছের পাতা। এতে উদ্বিগ্ন হয়ে উঠেছেন এলাকাবাসী। টেকনাফে পঙ্গপালের মতো এসব পোকার আক্রমণে বিভিন্ন ফল গাছের সবুজ পাতা বিলীন হয়ে যাচ্ছে। পোকাগুলো সংঘবদ্ধভাবে আম গাছসহ অন্যান্য ফল গাছের কাঁচা পাতা নষ্ট করে ফেলছে।
তবে এসব পোকা পঙ্গপাল নয় বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কিছুদিন আগে কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বরী গ্রামের কয়েকটি গাছে ঘাসফড়িংয়ের মতো কিছু ছোট পোকার আক্রমণ দেখা দিলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কক্সবাজারের উপপরিচালক ও স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কীটনাশক প্রয়োগ করে পোকাগুলো দমন করেন। অতিসম্প্রতি ঘাসফড়িং সদৃশ এসব পোকা আবারও দেখা দিলে কৃষি মন্ত্রণালয় এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্যোগ গ্রহণ করে।