এ্যাডভোকেট আজিজুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। আজ সকাল তার নিজ বাসভবনে সকাল ১১ টার সময় ইন্তেকাল করেন। এ্যাডভোকেট আজিজুল হক গত ইং ১৬/০৮/১৯৯৪ তারিখে বাংলাদেশ বার কাউন্সিল হইতে এ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্ত হয়ে জেলা আইনজীবী সমিতি, কুষ্টিয়াতে নিয়মিত আইনজীবী হিসাবে আমৃত্যু আইন পেশায় নিয়োজিত ছিলেন। আজ বাদ আসর হাউজিং কদম তলা মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে পৌর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এ্যাডভোকেট আজিজুল হকের মৃত্যুতে শোক
এ্যাডভোকেট আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইনজীবী সমিতির সভাপতি অনুপ কুমার নন্দী, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ অত্র প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।
তাঁর মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি, কুষ্টিয়ার সভাপতি এ্যাডঃ বাবু অনুপ কুমার নন্দী ও সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মুহাম্মদ আবু সাঈদ গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।