1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধু হাসপাতালে

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩১৯ বার নিউজটি পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিবেদক,
কুষ্টিয়া জেলার সদর থানার প্রস্তাবিত কাঞ্চনপুর ইউনিয়নের এর জোতপাড়া গ্রামের নাজি শেখ এর ছেলে মধু শেখ (৩৫) ১৮ বছর আগে বিয়ে করেছিলেন কুষ্টিয়া জেলার ইবি থানার মনোব্বার শেখ এর মেয়ে মোছাঃ শেফালী খাতুন (২৮) কে, ইসলামী শরীয়ত মোতাবেক ১,৫০০০/- ( এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) দেন মোহরে বিয়ে হয়। সংসার জীবনে ২টি ছেলে সন্তান জন্ম নেয়। শিশির (৮) ও রাহিন (৪)। যৌতুকের টাকার জন্য গৃহবুধ শেফালী খাতুন কে চাপ সৃষ্টি করতে থাকে। গত ৩০ শে এপ্রিল বৃহস্প্রতিবার দুপুরে ঘরে খাওয়ার না থাকায় স্ত্রী শেফালী খাতুন স্বামী মধু শেখ কে বাজার করে আনতে বলে এই কথা শুনে পাষন্ড মধু শেখ তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করে স্ত্রী শেফালী খাতুন কে ঘরের দরজা আটকিয়ে কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে ও হত্যার উদ্দেশ্য মাথায় আগাত করতে গেলে সেই আঘাত স্ত্রী শেফালী খাতুন হাত দিয়ে ঠেকালে তার হাতে লেগে হাতের নখ ভেঙে যায়। গৃহবধুকে রক্তাক্ত অবস্থায় জোরে কান্না শুরু করলে পাশের বাড়ির লোকজন তাকে দরজা ভেঙ্গে উদ্ধার করে আর মধু শেখ দৌড়ে পালিয়ে যায়। পরে শেফালী কে বাড়ির পাশের লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে, কতর্ব্যরত ডাক্তার তাজা সংবাদকে জানায় শেফালী খাতুন নামের এই রোগীর বাম পাজরে রক্ত জমাট বেধে আছে ও হাতের তিন নং আঙ্গুল ভেঙ্গে গিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় শেফালী খাতুনের বাবা মনোব্বার শেখ বাদী হয়ে মধু শেখের বিরুদ্ধে একটি মামলার প্রস্ততী চলছে ।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!