হুমায়ুন কবির, খোকসা
সারাদেশে বোরো ধান কাটার শ্রমিক সঙ্কটের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জেলার খোকসা উপজেলা থেকে প্রথম দফায় ২১৭ জন ও দ্বিতীয় দফায় ১৩৪ জন কৃষিশ্রমিকে অন্য জেলায় ধান কাটতে। এ নিয়ে খোকসা উপজেলা থেকে মোট কৃষি শ্রমিক অন্য জেলায় ধান কাটতে গেল ৩৫১ জন।
চলতি মাসের ২২, ২৩ ও সবিশেষ ২৬ শে এপ্রিলের স্থানীয় কৃষি শ্রমিকের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তা এ সকল কৃষি শ্রমিকের অন্য জেলায় ধান কাটার অনুমতি দিলেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, উপজেলা থেকে ২১৭ জন কৃষকের মধ্যে গোপালগঞ্জ জেলায় ১৮৬ জন ও বরিশাল জেলায় ১৩১ জন মাদারীপুর জেলায় ১৩৪ জন সহ মোট ৩৫১ জন কৃষিশ্রমিক ধান কাটতে পাঠানো হয়েছে।
করোনাভাইরাস মহামারী প্রতিরোধকল্পে সকল কৃষি শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলেও উপজেলা নির্বাহী অফিস থেকে জানানো হয়েছে।
সরকারি নির্দেশনা মেনেই কৃষি শ্রমিকদের চাহিদা মোতাবেক আপৎকালীন এর সময়ে অন্য জেলায় ধান কাটতে এ সকল শ্রমিকদের পাঠানো হচ্ছে। তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার কামরুজ্জামান সোহেল এর প্রত্যয়ন পত্র সহ সকল শ্রমিকদের সামাজিক দূরত্ব নিশ্চিত করে ধান কাটতে অন্য জেলায় পাঠানো হয়েছে। কাজ শেষ করে ফিরে আসার পর তাদেরকে ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকা বাধ্যতামূলক রয়েছে।