জাহাঙ্গীর আলম খান, ভেড়ামারা:
পরিবারের দুর্দশার কথাশুনে কুষ্টিয়া ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল আজ অসহায় তিনজন ব্যক্তি কে খাদ্য সামগ্রী উপহার তুলে দেন।একজন অসহায় বৃদ্ধা মহিলা,একজন কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক, অপরজন আহত এক নির্মাণ শ্রমিক। আজ দুপুর ২ ঘটিকার সময় ভেড়ামারা থানা চত্বরে এসে উপস্থিত হয়। তারা জানায়, পরিবারের দুর্দশার কথা বর্তমানে বাড়ীতে চুলা জ্বালানোর মতো উপায়ন্তর তাদের নাই। এমন সময় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল অসহায় ৩ ব্যক্তির নিকট ঢাকাস্থ ভেড়ামারা সমিতির দেয়া খাদ্য সামগ্রী উপহার তুলে দেন তাদের হাতে।