শেফাদুল ইসলাম চান্নু,ভেড়ামারা :
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা চত্বরে আজ (শনিবার) সকাল ৮ঃ৩০ ঘটিকায় টিসিবির ন্যায্যমূল্য পণ্য বিক্রি পূর্বের ন্যায় কার্যক্রম শুরু হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ উক্ত কার্যক্রম উদ্বোধন শেষে বলেন,
তেল ৮০ টাকা/লিটার, ডাল ৫০ টাকা/কেজি, চিনি ৫০/কেজি,ছোলা ৬০ টাকা/কেজি, খেঁজুর ১২০/কেজি।৮৪০ টাকার প্যাকেজে আপনি পাবেন ৫ লিটার তেল, ২ কেজি ডাল, ২ কেজি চিনি,২ কেজি ছোলা, ১ কেজি খেঁজুর।প্যাকেজ ছাড়াও পণ্য কেনা যাবে।
সামাজিক দূরত্ব বজায় রেখে আপনার চাহিদা অনুযায়ী পণ্য ক্রয় করতে পারবেন।স্টক শেষ না হওয়া পর্যন্ত বিক্রি চলবে।
সপ্তাহে ৬ দিন উপজেলার বিভিন্ন স্থানে পণ্য বিক্রয়ের জন্য অত্র আসনের মাননীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু চেয়ারম্যান, ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশকে অনুরোধ জানিয়েছেন।