কুমারখালী প্রতিবেদক:
আবু দাউদ ঢাকায় অবস্থান কালে অসুস্থ হয়ে পড়লে তিনি ঢাকা মুগডা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত হয়েছে। উল্লেখিত হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকাল ৪টা ৩০ টায় তিনি মারা যান। ঢাকা থেকে লাশবাহী এ্যাম্বুলেন্সে তার গ্রামের বাড়ী কুশলীবাসা নিয়ে এসে আজ ভোড়ে কুমারখালী থানার ওসি মুজিবুর রহমান,থানা পুলিশ, চাঁদপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাশিদুজ্জামান তুষার সহ কয়েকজন উপস্থিত থেকে জানাজা শেষে কুশলীবাসা কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয়।
পরে কুষ্টিয়া কুমারখালীর কুশলীবাসা মৃতের পরিবার এবং নিয়ামতবাড়ী গ্রামে তার শশুরবাড়ীর পরিবারের সদস্যদের নির্দিষ্টস্থানে লকডাউন করা হয়েছে।