কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া শহরের বিভিন্ন অঞ্চলের বাজারগুলোতে কমছে না মানুষের উপস্থিতি। সংক্রমনের ঝুঁকি বাড়াচ্ছে সামাজিক দুরত্ব না মেনে চলাফেরা। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বড় বাজার, কুষ্টিয়া মিনছিটি বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাজার গুলোতে মানুষ ভিড় করছে। সামাজিক দূরত্ব না মেনে চলছে কেনাবেঁচা। স্বাভাবিক সময়ের মতো ঠেলাঠেলি করে বাজার করছেন অধিকাংশ ক্রেতা। ক্রেতাদের মুখে নিম্নমানের মাস্ক পরা থাকলেও বেশির ভাগ বিক্রেতারা ব্যবহার করছেন না মাস্ক কিংবা গ্লাবস। প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে টহল, প্রচারণা শিথিল করলেও বেশির ভাগ মানুষ তা অগ্রাহ্য করছে।
এদিকে, কুষ্টিয়ায় বিভিন্ন চায়ের দোকানগুলোতেও গোপনে চলছে চা বিক্রি। রোজার মাসে দিনে দুপুরে চলছে প্রকাশ্য সিগারেট খাওয়ার ধুম। একদিকে যেমন হচ্ছে স্বাস্থ্যর জন্য ক্ষতিকর আরেকদিকে হচ্ছে রোজাদারের সিগারেট ধুমার কষ্ট।