গাংনী(মেহেরপুর)সংবাদদাতা : গাংনীর সাপ্তাহিক বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যেও বাজার মনিটরিং করতে
ভ্রাম্যমান আদালতে মূল্য বেশী রাখার অপরাধে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনিবার দুপুর সাড়ে ১২ টার সময় গাংনী থানা পুলিশ সদস্যদের সহায়তায় মেহেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত গাংনীর ফুচবল মাঠ তহ বাজারে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারের অবস্থা স্বাভাবিক রাখতে অভিযান চালায়। এসময় সবজি বাজারে উপজেলা বাজার মনিটরিং কমিটির বেধে দেয়া মূল্যের অধিক দামে আদা বিক্রয়ের অপরাধে একজন সবজি ব্যবসায়ীকে ৫ শ’ টাকা জরিমানা করেছে। এছাড়াও তিনি সকল ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে মালামাল বিক্রি করার জন্য নির্দেশনা দেন।