কুষ্টিয়া প্রতিবেদক,
কুষ্টিয়া শহরের সুকনগর বস্তিতে আদিবাসীদের মাঝে এখনও পৌছায়নি ত্রাণ সামগ্রী। মহামারী করোনা ভাইরাস কারণে ঘরের বাইরে যেতে পারছে না এই আদিবাসীরা। না খেয়ে সময় পার করছেন তারা।
গত ২৬ মার্চ থেকে সারা দেশে লকডাউন করা হয়েছে। লকডাউনের ৩৯দিন হলেও এখনও আদীবাসীরা অসহায় পরিবার খাদ্য সামগ্রী না পাওয়ায় না খেয়ে দিনাতিপাত করছেন।
আদিবাসীদের সভাপতি নৃগেন বলেন ১০ টাকা কেজিতে সরকারী চাল পেয়েছি কিন্তু আর পাচ্ছে না। কি কারণে আমরা পাচ্ছি না তা বলতে পারব না। কয়েক আগে কমিশনার এসে কয়েকজনার কাছে কিছু ত্রাণ দেন। যা সল্প সময়ে শেষ হয়ে যায়। আমরা জেলা প্রশাসকের কাছে ত্রাণের জন্য একটি আবেদন ও তালিকা প্রদান করেছি। তিনি বলেন বিষয়টি নিয়ে আমরা দেখছি। কিন্তু ১৫ দিনের বেশি অতিবাহিত হয়ে গেছে। এখন আমরা পরিবার নিয়ে অনেক চিন্তায় পড়েছি। এ বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করেছেন সুকনগর বস্তিতে থাকা আদিবাসী জনগষ্ঠি।
তাই আদিবাসী জনগষ্ঠিরা বাড়ির সামনে কিছুক্ষণ দাড়িয়ে এসব কথা বলতে থাকে সাংবাদিকদের কাছে।