1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :

দৌলতপুরে পায়খানার মল ছিটিয়ে মুক্তিযোদ্ধার ৩০ হাজার টাকা উধাও

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩৮৩ বার নিউজটি পড়া হয়েছে

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে গায়ে পায়খানার মল ছিটিয়ে অভিনব কায়দায় এক মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা ভাতার ৩০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে একটি চক্র। রবিবার দুপুরে সোনালী ব্যাংক দৌলতপুর শাখা থেকে ৩ মাসের মুক্তিযোদ্ধা ভাতার ৩০ হাজার টাকা উত্তোলন করে ব্যাংকের বাইরে বের হলে স্থানীয় একটি ছিনতাইকারী চক্র কৌশলে মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের গায়ে পায়খানার মল ছিটিয়ে তা পরিস্কার করার জন্য বলে। এসময় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনকে ময়লা বা নোংরা পরিস্কার করার জন্য উপজেলা পরিষদ চত্বরের মসজিদে নিয়ে যায় ওই ছিনতাইকারীচক্রের এক সদস্য। সেখানে টাকা ভর্তি ব্যাগটি ছিনতাইকারী চক্রের ওই সদস্য হাতে নিয়ে মুক্তিযোদ্ধা আলাউদ্দীনকে মসজিদের ট্যাপে গিয়ে পোষাকে লেগে থাকা নোংরা পরিস্কার করতে বলে। মুক্তিযোদ্ধা আলাউদ্দীন ছিনতাইকারী চক্রের ওই সদস্যের মিষ্টি কথায় কিছু না বুঝেই টাকা ভর্তি ব্যাগটি তার হাতে দিয়ে মসজিদের ট্যাপের পানি দিয়ে পোষাকে লাগানো নোংরা পরিস্কার করতে গেলে ব্যাগটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্রের ওই সদস্য। নোংরা পরিস্কার করে এসে মুক্তিযোদ্ধা আলাউদ্দীন টাকাসহ ওই ছেলেকে না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। মুক্তিযোদ্ধা আলাউদ্দীনের কান্না শুনে স্থানীয়রা ছুটে গেলে কান্নাজড়িত কন্ঠে মুক্তিযোদ্ধা আলাউদ্দীন টাকা ছিনতাইয়ের ঘটনাটি তাদের জানায়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন ঘটনাটি আমি জানার পর তাৎক্ষনিক ভাবে দৌলতপুর থানার ওসিকে বিষয়টি নিয়ে অবগত হন। তিনি আরও বলেন এ বিষয়ে আমরা গোয়েন্দা সংস্থাকে জানাই। আশা করি আগামী দিনে এ ধরনের ঘটনা ঘটবে না বলে মনে করেন তিনি।
উল্লেখ্য এরআগেও আরও এক মুক্তিযোদ্ধাসহ অন্তত: ৮জন ব্যক্তির টাকা একইভাবে টাকা উধাও হয়েছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x