জাহাঙ্গীর আলম খাঁন, ভেড়ামারা
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর হঠাৎপাড়া গ্রামের ক্ষিরু (৫২) নাটোরের চলনবিলে ধান কাটতে গিয়ে গত ৪ দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন । ক্ষিরু মৃত্যুবরণ করায় আজ ৪মে ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল মারুফ তার স্ত্রীর হাতে ১০,০০০/- (দশ হাজার) টাকা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ তার নাম খাদ্য বান্ধব কর্মসূচিতে রাখার জন্য ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানকে অনুরোধ করেন। এসময় মোকারিমপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও অত্র ওয়ার্ডের ইউপি সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ করোনা ভাইরাস প্রতিরোধ ও অসহায় এবং কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।