জাহাঙ্গীর আলম খাঁন, ভেড়ামারা:
দেশে মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে ভেড়ামারা র বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুল হান্নানের উদ্যোগে আজ সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের অসহায় দুস্থ ও কর্মহীন হয়ে পড়া ১০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাহিরচর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা বেগম, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক- সম্পাদক আরিফুজ্জামান লিপটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া।মহামারি করোনা ভাইরাসের সংকটকালীন মুহুত্বে ভেড়ামারার বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আব্দুল হান্নানের অর্থায়নে ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় দুস্থ,কর্মহীন হয়ে পড়া ও পেশাজীবীদের মাঝে তার মানবিক সহায়তা অব্যহত আছে।