রক্সী খান মাগুরা প্রতিনিধি: আজ সোমবা মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুরের কৃষক আরব আলীর জমিতে কৃষি ভর্তুকির মাধ্যমে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিনে চলতি মৌসুমের বোরো ধান কাটার কার্যক্রম উদ্বোধন করেছেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। মেশিনটি নিশ্চিন্তপুর গ্রামের কৃষক হেমায়েত আলী ভর্তুকির মাধ্যমে পেয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়, মাগুরাতে আগে থেকেই ১১টি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন আছে। এ বছর নতুন করে আরো ৭টি মেশিন যুক্ত করা হয়েছে। প্রত্যেকটি মেশিনের মাধ্যমে ঘন্টায় ১ একর জমির ধান কাটা সম্ভব। এতে করে শ্রমিক সংকট দুর করার পাশাপাশি শতকরা ৩ ভাগ খরচ সাশ্রয় হয়। ২০ লাখ টাকার প্রতিটি মেশিনের মোট মুল্যের শতকরা ৫০ ভাগ সরকারিভাবে ভর্তুকি দেয়া হয়েছে। মেশিনটি ভাড়া ভিত্তিতে বিভিন্ন কৃষকের ক্ষেতের ধান কাটবেন। স্থানীয় কৃষকরা জানান, প্রতি এক একর জমির ধান ৪ হাজার টাকা ভাড়া দিয়ে তারা কাটতে পারছেন।