রক্সী খান মাগুরা প্রতিনিধি: করোনা ভাইরাসের ফলে সারা দেশ বিপর্যয়ের মধ্যে। এই মহামারী থেকে বাঁচার জন্য দেশের প্রত্যেকটা শহর, গ্রাম-অঞ্চল লকডাউন ঘোষণা করেছে সরকার। যার ফলে বন্ধ হয়ে গেছে সরকারি -বেসরকারি অফিস,আদালত,শিক্ষা প্রতিষ্ঠান। বিপর্যয়ের মধ্যে পড়েছে নিম্ন আয়ের মানুষ। গ্রাম থেকে শহরে লেখাপড়া করতে যাওয়া শিক্ষার্থীরা। বিশেষ করে, শহরে বাসা ভাড়ার টাকা নিয়ে ভাড়াটিয়াদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে বলে, অনেক ভাড়াটিয়া অভিযোগ করেছে জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক, ড. আশরাফুল আলম, তার ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বলেন,মাগুরা জেলার সকল মালিকদের ভাড়াটিয়াদের সাথে সহনশীল, মানবিক ও যোক্তিক আচরণ করতে হবে। যদি কেউ এই মহামারীর মধ্যে ভাড়াটিয়াদের সাথে খারাপ আচরণ করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে। বাংলাগণপ্রজাতন্ত্রী সরকারের সংবিধানে (৪৩)১ অনুচ্ছেদে বলা হয়েছে দুর্যোগপুর্ণ সময়ে গৃহে অবস্থানকারীর সাথে অমানবিক আচরণ মারাত্মক অপরাধ। সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে বাঁচবে দেশ বাঁচবো আমরা।