কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় মহামারি কোভিড-১৯ মোকাবেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন স্বরাষ্ট্র সচিব(সেবা ও সুরক্ষা) শহিদুজ্জামান। মঙ্গলবার দুপুরে মহামারি করোনা (কোভিড-১৯) মোকাবেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
শহিদুজ্জামান আরও বলেন,করোনায় অসহায় মানুষের সহায়তায় সরকার পাশে দাঁড়িয়েছে। একটি মানুষও যাতে করে এই সহায়তা থেকে বঞ্চিত না হন সেই ব্যাপারে সরকার তৎপর। কিন্তু যারা এই গরীবের হক মেরে খাওয়ার মত ধৃষ্টতা দেখায়, যারা ত্রাণ নিয়ে ছিনিমিনি বা ছলচাতুরি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন তিনি।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেলা পরিষদ’র চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।