জাহাঙ্গীর আলম খাঁন, ভেড়ামারা: কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাঠেরপুলে ভেড়ামারার মোট ২০০ টি কর্মহীন সংকটে থাকা পরিবারের মাঝে আজ বুধবার সকাল ১০.০০ টার সময় বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ শাহনেওয়াজের উদ্যোগে উক্ত খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান, মিঠু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, মানবিক বাংলাদেশ এর কুষ্টিয়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান স্বপন, শাহিনুর রহমান,সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহাদুজ্জামান রানা ভেড়ামারা পৌর ০৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ত্রাণ কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন।
উল্লেখ্য, পিচ এন্ড স্মাইল নামক উক্ত দাতব্য সংগঠনটির পক্ষ থেকে ইতিপূর্বে দৌলতপুরে খাদ্য সামগ্রী বিতরণ করার পর আজ ভেড়ামারায় সংগঠনটি তাদের সাহায্যের হাত প্রসারিত করলো। প্রতিষ্ঠাতা মোঃ শাহানেওয়াজ সংবাদ মাধ্যমের কাছে বলেন পরিস্থিতির দাবি মেটাতে ও মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে তিনি ও তার দাতব্য প্রতিষ্ঠানটি মানুষের কল্যাণে কাজ করছেন ও এইরুপ কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।