কুষ্টিয়া প্রতিবেদক:
মহামারী করোনাভাইরাস ঝুঁকি এড়াতে কুষ্টিয়ায় জেলা পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত এর উদ্যোগ প্রতিটা চেক পোস্টে এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে পুলিশ এর হাতে তুলে দিলেন পিপি। মহামারী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে জেলা পুলিশ বাহিনী সদস্যরা । তাই কুষ্টিয়া জেলা পুলিশ সুপারকে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই পুলিশ বাহিনীর সদস্যবৃন্দরা। যাতে করে সাধারণ মানুষের বেশি বেশি করে নিরাপত্তা দেয়া যেতে পারে সেদিকে দৃষ্টি রেখেছেন।
তবে তিনি তার নিজ উদ্যোগে পুলিশ সদস্যের সুরক্ষার পাশাপাশি কুষ্টিয়ার হাসপাতালের চিকিৎসা দের মাঝে ফেইস শিল্ড, হ্যান্ড সেনেটারী, হ্যান্ড গ্লাভস তুলে দেন ।