ঢাকা অফিস :
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতুর রেলওয়ে প্রকল্পে বেতনের দাবিতে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর গুলি ছুঁড়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীরা। এসময় গুলি ও আঘাতে ৮ শ্রমিক আহত হয়েছেন। ৫ শ্রমিকের পায়ে গুলি লেগেছে। গতকাল সন্ধ্যায় প্রকল্প সাইট মেদিনীমণ্ডলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জাকির, পারভেজ, সুমন, রাজু, নাঈম, রাসেল, শুভ ও আলী মুনসুর।
জানা গেছে, কিছুদিন ধরেই চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসির সঙ্গে বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিলো। সন্ধ্যায় সেখানে থাকা দেড়শ’ শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায় তাদের ঠেকাতে গুলি চালায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীরা। এতে, পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হন। তাদের শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।