কুষ্টিয়া প্রতিবেদক:
২০১৯-২০২০ অর্থবছরের এডিপি তহবিলের অর্থ দ্বারা কোভিড-১৯ (করোনা ভাইরাস) জনিত পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে দরিদ্র জনসাধারণের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার স্বরুপ ত্রাণ সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করলেন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। আজ (শুক্রবার) সকাল ৯:৩০ মিনিটের সময় কুষ্টিয়া জেলা পরিষদের কার্যালয়ে হতদরিদ্রদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ গন্যমান্য ব্যক্তিরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে সাহস, যে আন্তরিকতা ও নির্দেশনা দিয়ে আমাদেরকে আশা দিয়েছেন। ভয়ানক এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য সাহস দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন একজন মানুষও খাদ্য অভাবে থাকবে না। তাই জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ সাধারণ মানুষ যেন সঠিকভাবে একটি পরিবার হলেও খাদ্য পেতে পারে সেই দিকে নজর রাখার আহবান জানান তিনি।