কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রামে আজ সকালে জমির মাস্টার ও শহীদ মাষ্টারের নেতৃত্বে পুলিশের উপর হামলা হয়। স্থানীয়রা জানায়, আজ ভোরে বনগ্রামের অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীদের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ গেলে বনগ্রামের শহীদ মাস্টার ও জমির মাষ্টারের নেতৃত্বে তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়। এই ঘটনায় আজ ৮ মে শুক্রবার সরকারী কাজে বাঁধাদানের অভিযোগে মামলা হয়। এ বিষয়ে খোকসা থানার ওসি জানান, মামলার স্বার্থে এই মুহুর্তে আসামীদের নাম বলা সম্ভব নয়। তবে যারা এই মামলার সাথে জড়িত কেউ পার পাবেনা। যারা এই হামলার শিকার তারাই মামলার বাদী। পুলিশ সুপার বলেন, সরকারি কাজে বাঁধাদান ও হামলার অভিযোগে মামলা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধ আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।