কুষ্টিয়া প্রতিবেদক,
কুষ্টিয়ায় এবার করোনা আক্রান্ত স্বামী স্ত্রী ও তাদের চার বছরে সন্তান সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আজ শনিবার দুপুরে ছাড়পত্র দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন থেকে তাদের বাড়ি পাঠানো হয়। এরা হলো কুষ্টিয়ার দৌলতপুর ফিলিপনগর গ্রামের তছিকুল ইসলাম ও তার স্ত্রী শিল্পীয়ারা বেগম, এবং চার বছরের মেয়ে ফাতেমা খাতুন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার বলেন, ঢাকা থেকে আক্রান্ত হয়ে পালিয়ে আসার সময় রাজবাড়ি থেকে তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে আনা হয়। চিকিৎসা শেষে সুস্থ হলে দুই বার পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাস নেই নিশ্চিত হয়ে ছাড়পত্র দিয়ে বাড়ীতে পাঠানো হলো।
এ পর্যন্ত কুষ্টিয়ায় ১৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এর আগেও দুইজন সুস্থ্য হয়ে বাড়ি গেছেন। ৩ জন এখনও আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আর বাকীরা নিজেদের বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। তবে সবার অবস্থায় ভাল রয়েছে। তিনি বলেন, আতংকিত নয়, সময়মত চিকিৎসা আর নিয়ম মানলে দ্রুত করোনা থেকে সুস্থ্য হওয়া সম্ভব।