1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় ১০ মে থেকে ১০ শর্তে দোকান খোলার সিন্ধান্ত

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৪৭ বার নিউজটি পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিবেদক : কুষ্টিয়ায় ১০ মে থেকে ১০ শর্তে দোকান খোলার সিন্ধান্ত নিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। আজ (শনিবার) সকাল ১১ টার সময় এ কার্যকর করার অনুমতি দেন। তবে এ শর্ত মোতাবেক যদি কেউ না মানেন তাহলে তাকে জরিমানা করা হবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারমান হাজী রবিউল ইসলাম,উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। রাষ্ট্রীয় সিদ্ধান্ত মেনে সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা যাবে।

১০ শর্ত
১/সকাল ১০টায় ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে আর বিকেল ৪টায় বন্ধ করতে হবে।
২/ শহরের প্রধান সড়ক এনএস রোডে সিএনজি, ইজিবাইক,রিক্সা চলাচল করতে পারবে না।
৩/ ফুটপাতে কোন প্রকার হকার বসতে পারবে না।
৪/ দোকানের সেলসম্যান পূর্বে ৬ জন থাকলে এখন ৩ জন দিয়ে দোকান পরিচালনা করতে হবে।
৫/ প্রত্যেক উপজেলা থেকে জেলায় এসে কোন ব্যক্তি কেনাকাটা করতে পারবে না।
৬/ক্রেতাদের অবশ্যই মাস্ক পড়তে হবে এবং হাতের হাইজিনের প্রতি লক্ষ্য রাখতে হবে।
৭/স্টাফদের ব্যক্তিগত সুরক্ষা জোড়দার করতে হবে এবং মাস্ক পড়তে হবে।
৮/ক্রেতাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রয়োজনে গোল চিহৃ দিয়ে শারীরিক দূরত্ব তদারকি করতে হবে।
৯/ প্রত্যেক দোকানের সামনে হাত ধোয়ার জন্য পর্যাপ্ত পরিমান সাবান পানি রাখতে হবে।
১০/গণশৌচাগর গুলোতেও হাত ধোয়ার জন্য পর্যাপ্ত পরিমানে তরল সাবান সরবরাহ করতে হবে এবং পানির নিয়মিত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!