কুমারখালী প্রতিনিধি :
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে আজ সকাল ১০ টার সময় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং বিভিন্ন মামলার পলাতক ২০ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিরা হলেন ১. মোঃ জিহাদ (২৭), ২. রিয়াদ (১৮), ৩. বজলুর রহমান (৬৫), ৪. আব্দুল মজিদ (৫০), ৫. অলিউর রহমান (৩০), ৬. সিরাজুল ইসলাম (৩৫), ৭. মাসুদ (৪০), ৮. আব্দুল খালেক (৩৫), ৯. মোঃ আব্দুল আজিজ (২০), ১০. দাবু প্রামানিক (৬৫), ১১. আয় উদ্দিন (৬০), ১২. এসকেন আলী(৫০), ১৩. রফিক হোসেন (৪৫), ১৪. আলামিন (২৭), ১৫. মোহাম্মদ সানাউল্লাহ (৩৫), ১৬. আব্দুল খালেক (৪০), ১৭. রবিউল ইসলাম (৩৫), ১৮. মুন্না (২২), ১৯. বিপুল হোসেন (২৫), ২০. আক্তার হোসেন (২৫)। তাদেরকে জেলাকারাগারে প্রেরণ করেন।