ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন সাতবাড়ীয়া এলাকার মতলেব এর ছেলে রাজিব (২৫) সড়ক দূঘটনায় নিহত হয়।
জানা যায় ভেড়ামারা থেকে সাতবাড়ীয়া নামক পৌছামাত্র ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে ঢাক্কা লেগে মোটর সাইকেল চালক ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। এ ঘটনায় তার মাথায় সজোরে আঘাত লাগে।
স্থানীয় লোকজন এসে রাস্তা থেকে তাকে উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। পরে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার সময় পথে মারা যান রাজিব। নিহতের বাড়ী ভেড়ামারা উপজেলার খাপাড়া এলাকায়।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল তাজা সংবাদকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে। লাশটি রাস্তার মধ্যখানে ছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।