তরিকুল ইসলাম তরুন, কুমারখালী
জানা যায়, সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ নিজস্ব তহবিল থেকে হাজার হাজার পরিবারের মধ্যে তার নির্বাচনী এলাকায় খোকসা- কুমারখালি প্রতিটি ইউনিয়নে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণর করেন,করোনা পাদুর্ভাবের শুরু থেকেই তিনি পথে পান্তরে সাধারণ মানুষের সচেতন করার জন্য বিরামহীনভাবে লিফলেট বিতরন, হান্ড স্যানিটাইজার, মাস্ক,পিপিই,ইত্যাদি করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেন, সাধারণ মামুষের বাড়ি বাড়ি গিয়ে ও তিনি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন,এবং দলীয় নেতা-কর্মীদের দ্বারা পাড়ায় মহল্লায় ছোট ছোট কমিটির মাধ্যমে তিনি প্রকৃত গরিব চিহ্নিত করে সাথে সাথে খাবার ঔষধের ব্যাবস্থা করে দেন
এছাড়াও সরকারি বরাদ্দকৃত খাদ্য সামগ্রী সঠিক ভাবে বিতরণের জন্য দায়িত্বশীল কর্মকর্তা- কর্মচারী ও চেয়ারম্যান মেম্বার দলীয় নেতা-কর্মীদের নির্দেশনা দেন
খাদ্য বিতরণ করোনার আঘাতে বিপর্যস্ত হওয়া খেটে খাওয়া কোন পরিবার খাদ্যের বাহিরে থাকবে না। সকলের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে। আসন্ন রমজানেও খাদ্য বিতরণ অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে (খোকসা- কুমারখালি) উপজেলার, হতদরিদ্র, কর্মহীন শ্রমজীবী এমন ২০ হাজার মানুষের খাদ্য-সামগ্রী বিতরণ করা হবে এছাড়াও করোনা পরিস্থিতি সর্ম্পকে বলেন, এই মহামারী থেকে বাঁচতে আমাদের নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হতে হবে। নিজে সুরক্ষিত থাকলে পরিবার বাঁচবে, দেশ বাঁচবে। বিনা প্রয়োজনে বাইরে যাওয়া যাবে না।
বাইরে গেলেও বাসায় ফিরে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে।
এমপি জর্জ বলেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও ২য় দফা খাদ্য বিতরণ করা হয়েছে এবং শিঘ্রই ৩য় দাফাও বিতরণ করা হবে।
নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবৃত্তদের তালিকা করে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে, আরও বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম অালতাফ জর্জ হতদরিদ্র কর্মহীনদের পাশে দাঁড়িয়েছেন। কাউকে না খেয়ে থাকতে দেয়া হবে না ।
সাংসদের এই কর্মকান্ডে তার নির্বাচনী এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।