দৌলতপুর প্রতিনিধি : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই শ্লোগানকে সামনে রেখে দারিদ্র মানুষের সাহায্য সহায়তা সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক, প্রধানমন্ত্রীর এই আহব্বানে, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ সংস্থার আয়োজনে মেজর আসিফ বুলবুলের উদ্যোগে দৌলতপুর উপজেলার ছাত্রলীগের যুগ্ম – আহ্বায়ক মাজহারুল পিকলু ও রাকিবুল ইসলাম বিপ্লবের প্রচেষ্টায় আজ সকাল ১০ ঘটিকার সময় দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামে ৩৬১ অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উক্ত খাদ্য সামগ্রী প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া দৌলতপুর ১ আসনের সংসদ সদস্য জননেতা আ. ক. ম সরোয়ার জাহান বাদশা এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম আরিফ রহমান। এস আই মেহেদী হাসান। মেজর আসিফ বুলবুলের নানা ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মন্ডল ও আব্দুল আজিজ মেম্বার। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। উলেখ্য খাদ্য প্রদান অনুষ্ঠানে সামাজিক দুরুত্ব বজায় রেখে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।