বগুড়া, নন্দীগ্রাম: ভাটরা ইউনিয়নে কুমিড়া গ্রামে শিক্ষিত যুব সমাজের উদ্যোগে গতকাল দুপুর দু’টার গরীব অসহায় রোজাদার মানুষের মাঝে খাসির মাংস বিতরণ করা হয়েছে। তারা প্রায় ৪০ টি পরিবারের কাছে পৌঁছে দিয়েছে খাসির মাংস। অর্থায়নে – কুমিড়া পন্ডিত পুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। তিনি বলেন, রমজান মাসে গরীব অসহায় মানুষগুলো অনেক কষ্ট করে রোজা আছে তাই তাদের জন্য আমাদের এই উপহার। একই সাথে তিনি সকল বিত্তবান মানুষদের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান। এ সময় যুব সমাজের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ শিহাব হোসেন তার সঙ্গে কথা বললে তিনি সাংবাদিকদের বলেন আমরা কুমিড়া শিক্ষিত যুব সমাজ সব সময় গরীব অসহায় মানুষের পাশে আছি। তিনি আরো উল্লেখ করে বলেন যেকোনো দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে গরিব অসহায় মানুষের মাঝে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। এসময় যুব সমাজের পক্ষে আরও উপস্থিত ছিলেন ইয়ারুল ইসলাম, হাবিবুর রহমান, আ. রহিম, আব্দুল্লাহ্ আল বাশার, আব্দুল্লাহ্ আল আতিক, ওমর ফারুক, আল সাদিক, মেহেদি হাসান, মাশরাফি ইসলাম।