দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে মারা গেছে ৮টি গবাদি পশু। বুধবার রাতে উপজেলার দৌলতখালী বড়ভুইপাড়ার সফর আলীর বাড়িতে অগ্নিকান্ড ঘটে ৬টি ছাগল ও ২টি গরুসহ অন্যান্য সম্পদ ভষ্মিভূত হয়।
স্থানীয় সূত্রে জানাগেছে, দৌলতখালী বড়ভুইপাড়ার সফর আলীর বাড়িতে রান্না ঘরে চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুন রান্নাঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রন হলেও আগুনে দগ্ধ হয়ে গোয়ালঘরে থাকা ২টি গরু ও ৬টি ছাগল মারা যায়। এছাড়াও আসবাবপত্রসহ অন্যান্য সম্পদ পুড়ে ব্যাপক ক্ষতি হয়। খবর পেয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার গতকাল বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদেরকে ত্রাণ সহায়তা প্রদান করেছেন।