১৫ মে ২০২০ ॥
কুষ্টিয়ায় করোনা ভাইরাস মধ্যে দিয়ে চলছে শপিংমল ও দোকানপাট। ঝুকে পড়ছে নারী ও শিশুরা। আজ (শুক্রবার) সকাল ১০ টার সময় কুষ্টিয়া শপিংমল ও দোকান ঘর খোলার সাথে সাথে উপচে পড়ে নারী ও শিশুরা। দোকানগুলোতে প্রবেশের সময় স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার কথা ও ৬ফুট দূরত্ব বজায় রাখার কথা থাকলেও মানছে দোকান মালিকরা। গতকাল (বৃহস্পতিবার) জেলা প্রশাসন দোকান মালিকদের সাথে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক বলেন দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারলে দোকান বন্ধ রাখুন। দু’ একটি শপিংমল ও দোকানে স্যানিটাইজার দেখা মেললেও মানছে না কেউ। দোকানে সামাজিক দূরত্ব না থাকায় ‘টপ কালেকশন’ নামক একটি দোকান ঘরে ১০০০/= টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ সাদাত। এদিকে, চলছে পুলিশের নজরদারী। দোকান মালিক ও ক্রেতাদের সাবধানের জন্য করা হচ্ছে মাইকিং।