তারিক, কুষ্টিয়া :
কুষ্টিয়া মোল্লাতেঘরিয়া প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, শিশুসহ আহত-৩ হয়েছেন, ড্রাইভার পলাতক। তবে আহতের নাম পরিচয় এখন পাওয়া যায় নি।
এলাকাবাসীরা জানান ঢাকায় যাওয়ার জন্য জুগিয়া পালপাড়া থেকে রওনা হলে একটি ট্রাককে সাইড দিতে গেলে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। একই পরিবারের শিশুসহ আহত হয়েছেন তিনজন।
পরে স্থানীয়রা কুষ্টিয়া ফায়ার সার্ভিস খবর দিলে তারা দ্রুত আসে। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
কুষ্টিয়া ফায়ার সাভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান আজ রাত ৯ টার সময় মোল্লাতেঘরিয়া নামক একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। তবে একজনের অবস্থা আশংকাজনক, আর বাকী দুজনের অবস্থা ভালো আছে। ঘটনাস্থল থেকে ড্রাইভার পালিয়েছে বলে জানা যায়। গাড়ীর নাম্বার ঢাকা মেট্রো-১৭-৭৭৭৩।