1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবি অভিযানে মেহেরপুর সীমান্তে মাদকদ্রবসহ আটক-১ কুমারত্ব রেকর্ড ভাঙলেন ৭০  বছর বয়সে বিয়ে করে ভেড়ামায়ায় ফুপাতো ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ছাত্রের মৃত্যু আগামীকাল থেকে আর কিশোর গ্যাং শব্দটি শুনতে চাই না কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়ায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষণকারী পলাতক কুষ্টিয়ায় ১০ কেজি গাঁজাসহ নারী আটক ধান-চালের ব্যবসা করতে পারবে না অবৈধ ব্যবসায়ীরা : খাদ্যমন্ত্রী নীল ছবি চলল টানা ৩ মিনিট রেলস্টেশনের টিভিতে হঠাৎ বিএনপির ১০ দফা দাবী নিয়ে সরকার ও জনগণ এখন ভাবছে না, তাদের দাবী তাদের কাছে রাখুক : কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ দুইজন গ্রেফতার

কুষ্টিয়ায় শপিংমল, দোকান খোলা ও বেচাবিক্রি বন্ধ ঘোষণায় জেলা প্রশাসক

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪৯৫ বার নিউজটি পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি :গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দোকান মালিক সমিতির নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বলা হয় যারা দায়িত্ব পালন সঠিকভাবে পালন করতে না পারলে দোকান বন্ধ রাখতে ঘোষণা করা হয়েছিল। তবে দোকান মালিক সমিতির সদস্যরা চেষ্টা করার জন্য দোকান খোলার আহ্বান জানান তারা। আজ বিকাল ৩ টা পর্যন্ত কুষ্টিয়া শহরে কে তাদের অসংখ্য থাকায় দোকান মালিক সমিতির সদস্যরা জানান আমরা ব্যর্থ হয়েছি। জেলা প্রশাসক একথা শুনার পর পরে আজ থেকে দোকানপাট বন্ধ ঘোষণা করেন।
কুষ্টিয়া কোন ভাইরাসের প্রভাবে সম্ভাবনা বেড়ে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল দোকান শপিং মল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক আসলাম হোসেন পরিপত্র জারির মাধ্যমে ঘোষণা দেন। জেলা প্রশাসক জানান সবকিছু বিবেচনা করে দোকানপাট খোলার ব্যবস্থা করা হয়েছিল।কিন্তু লক্ষ্য করা গেছে বাজারের উপচে পড়া ভিড় অসচেতনতা অবহেলার কারণে যথাযথ ভাবে কোন আবশ্যক শর্তই পালিত হচ্ছে না।
অন্যদিকে পার্শ্ববর্তী জেলা থেকে লোকজন কুষ্টিয়াতে আসতে শুরু করে কেনাকাটা করার জন্য। এতে করে করনা ভাইরাসের ভয়াবহভাবে সম্ভাবনা দেখা যায়।এই অবস্থায় শনিবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব শপিং মল বিপণিবিতান মার্কেট দোকানপাট ব্যবসা কেন্দ্র বন্ধের ঘোষণা দেওয়া হয়।একই সাথে ফুটপাতে বা প্রকাশ্যে খোলা স্থানে হকার বা ফেরিওয়ালার অথবা দোকানপাট বন্ধ থাকবে জানা গেছে। তবে আগের মতোই জরুরী পরিষেবা নিত্যপ্রয়োজনীয় পণ্য কাঁচাবাজার খাবার দোকান ওষুধ পরিসেবা চালু থাকবে।এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেছেন জেলা প্রশাসক। এদিকে জেলা প্রশাসক আসলাম হোসেন জানান প্রশাসনের আন্তরিকতার কোনো অভাব ছিল না। প্রশাসন বরাবর নানাভাবে সর্তকতা অবলম্বন দের জন্য ব্যবসায়ীদের বলে আসছিল তারা একে একে একে বারেই গ্রাহ্য করেনি। এমনকি সাধারণ মানুষ হয়ে এটা মানে নি।এটা ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারতো বলে তিনি জানান। তিনি আরো জানান কুষ্টিয়ার বাইরের জেলার লোকজন কুষ্টিয়া তে ঢুকতে পারবে না। ঢুকলে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত কুষ্টিয়ার করো না ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। আজ যারা আক্রান্ত হয়েছে তাদের আইসিলনে অথবা বাড়িতে থাকার জন্য পরামর্শ দিয়েছেন।জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার কুষ্টিয়া মানুষের জন্য দিনভর খেতে যাচ্ছেন তারা।যাতে করে কুষ্টিয়ার সাধারণ মানুষ কোন করনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছড়িয়ে না যেতে পারে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x