গাংনী(মেহেরপুর)সংবাদদাতা ঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি বাজারে দিন-দুপুরে জাতীয় পার্টি (জাপা) নেতার ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১লক্ষ ৯০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সাহারবাটি চারচারা বাজারের রানা সু-ষ্টোরে চুরির ঘটনা ঘটে।
রানা সু-ষ্টোরের মালিক ও গাংনী উপজেলা জাপার সভাপতি বাবলুর রহমান জানান আমি নিজেই ব্যবসা প্রতিষ্ঠান চালায়। প্রতিষ্ঠানে স্যান্ডেল-জুতা ছাড়াও বিকাশ,রকেট,নগদসহ বিভিন্ন ব্যবসা করা হয়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যায়। পরে বিকেল তিনটার দিকে এসে দেখি (প্রতিষ্ঠান ) দোকানের শার্টারের তালা ও ক্যাশ বক্সের তালা ভেঙ্গে নগদ ১লক্ষ ৯০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। লকডাউনের কারণে বাজারে মানুষের আনাগোনা কম থাকায় চোরেরা এ সুযোগটি কাজে লাগিয়েছে। এ ব্যাপারে গাংনী থানাকে অবহিত করেছি।
গাংনী থানা সূত্র জানায় খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।