1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ভেড়ামারায় নির্বাহী অফিসারের অভিযানে ৩ টি দোকানকে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৯১ বার নিউজটি পড়া হয়েছে

ভেড়ামারা প্রতিনিধি : ভেড়ামারা উপজেলার মানুষকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজালাল সাথে করে আজ সকালে ভেড়ামারা বাজার ও উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে যান।
গোলাপনগর, বাহাদুরপুর,কুঁচিয়ামোড়া,জুনিয়াদহ, পরানখালী,ধরমপুর ও সাতবাড়িয়া বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। কয়েক জন দোকানদার সরকারি নির্দেশনা অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন,২০১৮, ২৫(১)(খ) ধারা ভঙ্গে (২) মোতাবেক কুঁচিয়ামোড়া বাজারের ১ টি দোকানকে ১৫,০০০(পনের হাজার) ও ধরমপুর ও সাতবাড়িয়া বাজারের ২ টি দোকানকে ১০০০ টাকা করে সর্বমোট ১৭০০০(সতের হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। ভেড়ামারা বাজারে অভিযানে এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, দৈনিক হিসনা বাণী পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান লিপটন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান এ অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x