কুষ্টিয়া প্রতিবেদক :
কুষ্টিয়ায় পুরাতন বিল্ডিং শহরের বেশ কিছু জায়গায় দেখা যায়। যা দেখে বিল্ডিং গুলো একেবারে নড়বড়ে হয়ে গেছে। নিচে রাস্তা আর রাস্তা দিয়ে চলাচল করছে শহরের অধিকাংশ মানুষ। তবে বেশ কিছুদিন আগের ঘটনা উদচী শিল্পগোষ্ঠী বারান্দা রেলিং ভেঙে নিচে দাঁড়ানো একজন মারা গিয়েছিল আর তিনজন আহত হয়েছিল। তবে অল্প ধরনের কিছু ভূমিকম্প হলেই এ বিল্ডিং গুলো ধ্বংস হয়ে যেতে পারে। ঘটতে পারে বড় ধরনের জীবননাশের ঘটনা। কুষ্টিয়া শহরের ব্যস্ততা ও জনসাধারণের যেমন বেড়েছে, বেড়েছে কর্মহীন সংস্থা। এখানে আছে ব্যাংক, মার্কেট, অফিসসহ বিভিন্ন দোকানপাটও আছে। তবে আমলাপাড়া উদিচী শিল্পগোষ্ঠী পুরাতন বিল্ডিংয়ের নিচে আছে একটি চায়ের দোকান যা প্রতিদিন মানুষ এখানে চা খেতে আসে এবং বেঞ্চে বসে খায় সিগারেট। বিল্ডিংগুলোর গায়ে দেখা যায় বটগাছ এর চারা, হয়েছে জঙ্গল। সকাল বিকাল দেখা যায় পাখির আনাগোনা একদিক থেকে ঢুকছে আরেক থেকে বাড়াচ্ছে দেখে মনে হয় ভূতের বাড়ি। তবে বিল্ডিং তো দেখে মনে হয় হালকা বাতাস হলেই পড়ে যেতে পারে মানুষের গায়ে ঘটতে পারে বড় ধরনের জীবন নাশের আশঙ্কা মনে করছেন এখানকার স্থানীয় কিছু ব্যক্তিরা। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় ব্যক্তিরা।