১৮ মে ২০২০ ॥
কুষ্টিয়ায় শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২০ এর ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার) দুপুর ২:০০ টার সময় কুষ্টিয়া সদর উপজেলা খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে এ বোরো (চাল) সংগ্রহের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা খাদ্য নিয়ন্ত্রণক কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন মিলারদের কাছ থেকে ভাল মানের চাল সংগ্রহ করবেন। দেশের এই দুর্যোগ মুহর্তে সরকারের সকল সুযোগ নিয়ে মিলাররা ওজনে যেন কম না দেয় সেদিকে খাদ্য কর্মকর্তার প্রতি নির্দেশ প্রদান করেন।