তাজা সংবাদ : কুষ্টিয়ার মিডিয়া ও জনবান্ধব জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের দৃষ্টি থেকে করোনা দূর্যোগে ঈদ সামগ্রী বাদ পড়েননি জেলার নারী সাংবাদিকরাও। আজ কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সাংবাদিক ফারুক আহমেদ পিনু মিলনায়তনে বেলা ১২ টায় জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এই খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মাদ ওবায়দুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। বাংলাদেশ উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন কুষ্টিয়ার সভাপতি আফরোজা আক্তার ডিউ ( ডেইলি নিউ নেশন), সহ সভাপতি সাবিনা ইয়াসমিন শ্যামলী ( এনটিভি), কামরুন্নাহার কলি ( দৈনিক স্বর্ণযুগ), সাধারণ সম্পাদক নুরুন নাহার সীমা (দৈনিক প্রতিজ্ঞা), যুগ্ম সম্পাদক রুমানা আক্তার ( দৈনিক কুষ্টিয়া প্রতিদিন), মৌসুমী আক্তার ( ডেইলি অথেনটিক), সাংগঠনিক সম্পাদক সামারিয়া জামান ( দৈনিক আরশীনগর), কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস ( দৈনিক পদ্মা গড়াই), প্রচার সম্পাদক নুসরাত জাহান অরিন ( ডেইলি মর্নিং গ্লোরী), দপ্তর সম্পাদক আলিফা খাতুন ( দৈনিক কুষ্টিয়া), নির্বাহী সদস্য ববি ( কুষ্টিয়া প্রতিদিন,, হেলেনা পারভিন ( সাপ্তাহিক প্রভাষন), নাহিদ আক্তার পারুল ( দৈনিক কুষ্টিয়া বার্তা), মাহমুদা মিমি ( দৈনিক শিকল), পলি জামান ও বকুল আক্তার ( দৈনিক হিসনা বাণী)।