গাংনী(মেহেরপুর)সংবাদদাতা : গাংনীতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ ও ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৫০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশনের বগুড়া সেনাবাহিনীর লেঃ কর্ণেল মোবাশ্বির রহমান ও গাংনী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা।
একই সাথে সেনাবাহিনীর উদ্যোগে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে বগুড়া সেনাবাহিনীর উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর একটি মেডিকেল দল।
মেডিকেল দলটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় রোগীদের প্রাথমিক চিকিৎসা ও ওষধ প্রদান করেন।