অনলাইন ডেস্ক :
লাহোর থেকে করাচি যাওয়ার পথে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানটিতে ক্র ও যাত্রীসহ মোট ১০০ জন ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এখনো হতাহতের সংখ্যা জানা যায়নি।
শুক্রবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ভেঙে পড়ে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি এয়ারবার এ৩২০ মডেলের বিমান প্রায় ১০০ যাত্রী নিয়ে করাচিতে বিধ্বস্ত হয়েছে।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মুখপাত্র আব্দুল সত্তার এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। যাত্রীরা সবাই লাহোর থেকে করাচিতে যাচ্ছিলেন বলে জানান তিনি।