রিয়াজুল ইসলাম কুষ্টিয়া : করোনা সংক্রমন ঝুকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে কুষ্টিয়ার মসজিদে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। শারীরিক দূরত্ব স্থাপন করে মুসল্লিরা ঈদজামাতে অংশ নেন। সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়ার কেন্দ্রীয় বড় মসজিদে ঈদের জামায়াতে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি অংশ নেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই ঈদ জামাতে অংশ নেন। এরপর একঘন্টা পর পর সেখানে আরো দু’টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। জেলার কোথাও কোন ঈদগাহে বা খোলা মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়নি। গ্রাম এলাকায় নির্ধারিত মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এর আগে মসজিদগুলো স্বাস্থ্যবিধি মেনে পরিস্কার করা হয়। মসজিদে ঢোকার মুখে সাবান দিয়ে হাত ধোওয়া বা হ্যান্ট স্যানিটাইজারের ব্যবস্থা ছিল।