গাংনী(মেহেরপুর)সংবাদদাতা: মেহেরপুর জেলার গাংনীতে নদীতে ডুবে জাফর আলী বিশ্বাস (৮০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। সে গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মৃত তফিল বিশ্বাসের ছেলে।
সোমবার বিকেল ৫টার দিকে স্থানীয় মাথাভাঙ্গা নদীর পানি থেকে জাফর বিশ্বানের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান জাফর বিশ্বাস একজন মানসিক প্রতিবন্ধী। সে সোমবার দুপুরের দিকে বাড়ি থেকে বাইরে যায়। বিকেলে বেতবাড়িয়া গ্রামের পাশে মাথাভাঙ্গা নদীর পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। এসময় এলাকাবাসি তার মরদেহ নদী থেকে উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেয়া হয়। জাফর বিশ্বাস গোসল করতে গিয়ে অসাবধানবশত নদীতে ডুবে মারা গেছে বলে মনে হচ্ছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থলে গিয়েছে।