আমিন হাসান, কুষ্টিয়া : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল আজ (বুধবার) দুপুর ০২.২০ টার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মহিষকুন্ডি পাকুড়িয়া দক্ষিণ পাড়া সাইফুল স্বর্ণ কারের স্বর্ণের দোকানের সামনে পাঁকা রাস্তা উপর একটি মাদক অভিযান পরিচালনা করছে। এমন খবর পাওয়ার সাথে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহিষকুন্ডি পাকুড়িয়া দক্ষিণপাড়া এলাকার আশরাফুল বিশ^াসের ছেলে সবুজ বিশ^াসকে তল্লাশীকালে ফেন্সিডিল-৫০ বোতলসহ আকট করে। পরর্বতীতে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আটককৃত সবুজের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। পরে সবুজকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।