দৌলতপুর প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে অস্বচ্ছল ও মাহামারী করোনায় কর্মহীন হয়ে পড়া সাধু, বাউল শিল্পি ও যন্ত্র শিল্পিদের অর্থ সহায়তা দিয়েছেন বাউল শিল্পি ওস্তাদ সফি মন্ডল। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার হোসেনাবাদ এলাকার নিজ বাড়ির আঙিনায় সামাজিক দূরত্ব বজায় রেখে দেশ বরেন্য বাউল শিল্পি ওস্তাদ শফি মন্ডল জনপ্রতি একহাজার টাকা করে ৫০জন অস্বচ্ছল ও কর্মহীন সাধু, বাউল শিল্পি ও যন্ত্র শিল্পিদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, ওস্তাদ সফি মন্ডলের বড় মেয়ে কন্ঠশিল্পি ফারজানা ববি লিনা ও বড় জামাই যন্ত্র শিল্পি মুকুল সরদার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা পরিচালক লিয়াকত আলী লাকি-এর পক্ষে ওস্তাদ শফি মন্ডল করোনায় কর্মহীন হয়ে পড় সাধু, বাউল শিল্পি ও যন্ত্র শিল্পিদের হাতে নগদ অর্থ তুলে দেন।