কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে আরও ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে । শুক্রবার সন্ধা ৭ টার দিকে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৮৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায় যার মধ্যে ১০ জনের জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এটি কুষ্টিয়ায় একদিনে সর্বোচ্চ শনাক্তের হার। বর্তমানে কুষ্টিয়ায় এ ভাইরাসে শনাক্ত ৫৭ জন রোগী রয়েছেন।
নতুন ১০ জন আক্রান্তের মধ্যে কুমারখালীর দরবেশপুর ও হাকিমপুরে ২ জন, খোকসার বেতবাড়িয়া, জগলবা ও শোমসপুরে ৩ জন, দৌলতপুরের ইসলামপুর ও আদাবাড়িয়ায় ৪ জন, মিরপুর কাকিলাদহ ১ জন।
আক্রান্তদের ৮ জন পুরুষ ও ২ জন মহিলা । এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৫৭ জন করোনাভাইরাস শনাক্ত হল।
বহিরাগত বাদে জেলায় এ পযর্ন্ত করোনাভাইরাস রোগী সনাক্ত ৫৭ জন
উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত
দৌলতপুর ১৯, ভেড়ামারা ৬, মিরপুর ১০, সদর ৭,কুমারখালী ১১, খোকসা ৪
পুরুষ রোগী ৪৩, নারী ১৪
সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ২৬ জন
উপজেলা ভিত্তিক সুস্থ ২৪ জন: (দৌলতপুর ৯, ভেড়ামারা ২, মিরপুর ৪, সদর৩,কুমারখালী ৫, খোকসা ১)
বহিরাগত সুস্থ ২ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩৩ জন।
পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।