ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা:
ময়মনসিংহ ত্রিশাল উপজেলার আরও দুইজন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানা গেছে। তার হলেন ত্রিশাল উপজেলার ধাণীখোলা ইউপি’র ও বইলর ইউপি’র বাসিন্দা।
গত (২৭ মে) বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফল দুজনের পজিটিভ আসে বলে জানিয়েছেন, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম।
তিনি আরও জানান, গত বুধবার ত্রিশাল উপজেলার চারজনকে করোনা সন্দেহ করে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, করোনা আক্রান্তদের বাড়ি ও আশেপাশের বাড়িগুলো স্থানীয় জনপ্রতিধিদের সহযোগিতা লগডাউন করা হয়েছে।