রিয়াজুল ইসলাম সেতু, কুষ্টিয়া : শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ স্লোগানে কুষ্টিয়ায় অভ্যন্তরীন বোরো ২০২০ এর সংগ্রহ মৌসুমের কৃষক তালিকা চুড়ান্তকরণে লটারির কার্যক্রম আজ (সোমবার) সকাল ১০ টার সময় সদর উপজেলা হলরুমে প্রধান অতিথি জেলা প্রশাসক আসলাম হোসেন এর শুভ উদ্ভোধন ঘোষনা করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা কৃষি অফিসার বিষ্ণু পদ সাহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন ধান চাল ক্রয়ে কোন প্রকার রাজনৈতিক বা মধ্যস্বত্বভোগীরা যাতে প্রভাব না ফেলে সেজন্য প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে লটারির মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা নির্দেশ দেন তিনি।
উল্লেখ যে, সরকারী ভাবে এবার কুষ্টিয়ায় বোরো মৌসুমে ৩৬ টাকা দরে ৩৪ হাজার ০২ মেট্রিকটন সিদ্ধ চাল, ৩৫ টাকা দরে ১৩ হাজার ৭৪ মেট্রিকটন আতপ চাল মিলারদের কাছ থেকে ও ২৬ টাকা দরে ৬ হাজার ৫৫ মেট্রিকটন কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।