আল আমিন, কুষ্টিয়া : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি অভিযানিক দল আজ (সোমবার) সন্ধ্যা ১৮.২০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পোড়াদহ নতুন বাজার হাইস্কুল এর পিছনে জনসেবা হোমিও হল এর পশ্চিম পাশের্^ পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াব ট্যাবলেট-১৩০ পিচ ও নগদ সাত হাজার টাকা সহ ০২ জনকে আটক করেন র্যাব। আটককৃত হলেন কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন স্বরুপনদহ হানিফপুর এলাকার আনোয়ার হোসেনে ছেলে জুয়েল রানা ও একই এলাকার আমিরুল ইসলামের ছেলে মামুনুর রশিদ। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং আটকৃতদের কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।