ঢাকা অফিস : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপির শরীরে করোনা শনাক্ত হয়েছে। তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন। মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক এমপি তানভীর শাকিল জয় কে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাতে তার বাবার করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়া হয় এবং তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন।
সোমবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় মোহাম্মদ নাসিমকে। তানভীর শাকিল জয় বলেন, তার শরীরের অবস্থা অবনতির দিকে গেলে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
তিনি আরও বলেন, ‘এমনিতেই আব্বুর শারীরিক অবস্থা ভালো নয়, নানা সমস্যা রয়েছে তার। এর ওপর নিউমেনিয়া সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে নিতে হয়। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কোনো শ্বাসকষ্ট নেই।’