রিয়াজুল ইসলাম সেতু :
কুষ্টিয়ায় নতুন করে ১৬ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ৯০ জনে। গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে ৮৬ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৭০ জনের নেগেটিভ আসলেও ১৬ জনের করোনা ভাইরাস পজেটিভ আসে। নতুন আক্রান্তদের ১১ জন কুষ্টিয়া সদরের, ৪ জন কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর-১জন, কুষ্টিয়া উপজেলার বাসিন্দা। এদের বাড়ী এবং এলাকা ইতিমধ্যেই লকডাউন করে দেওয়া হয়েছে। এদের মধ্যে দশজন পুরুষ ও মহিলা ছয় জন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা.আনোয়ারুল ইসলাম জানান, আক্রান্ত ৯০জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছে ৬২জন। সবাই ভাল আছে।