রিয়াজুল ইসলাম সেতু :
কুষ্টিয়া আইনজীবী ভবন প্রাঙ্গনে আজ (৪ জুন) বৃহস্পতিবার সকাল ১১ টার সময় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে নিয়মিত কোর্ট চালুর দাবীতে মানব বন্ধন করেছেন জুনিয়র ও সিনিয়র আইনজীবীরা।
মানববন্ধন চলাকালে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জহুরুল ইসলাম। সভায় সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন এ্যাডভোকেট শামিমুল হাসান অপু, এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, এ্যাডভোকেট মোস্তফা শামসুজ্জামান, এ্যাডভোকেট মাহাতাব উদ্দিন, এ্যাড. এম.এ বারী, সভা পরিচালনা করেন এ্যাড. হাফিজুল ইসলাম মুনীর, এ সময় আরও উপস্থিত ছিলেন এ্যাড. খাইরুজ্জামান, এ্যাড. শামীম হোসেন, এ্যাড. রবিউল ইসলাম, এ্যাড. হাসান রাজ্জাক, এ্যাড. বুলবুল আহমেদ, এ্যাড. রেজাউল করিম, এ্যাড. সানোয়ারা খাতুন, এ্যাড. আসাদুজ্জামান খান, এ্যাড. ইকবাল হোসেন, এ্যাড. মিজানুর রহমান, এ্যাড. মিজানুর রহমান ঝন্টু, এ্যাড. সমীর কান্তি, এ্যাড. মুন্সি জালাল,এ্যাড.ওয়াজেদুল ইসলাম চাঁদ, এ্যাড. আব্দুল মজিদ মোল্লা, এ্যাড. ফিদা হাসান লাল, এ্যাড. রুবিনা খাতুন, এ্যাড. কামরুন নাহার ময়না, এ্যাড. মিলন উর রশিদ, এ্যাড. আকতার হোসেন, এ্যাড. মেজবাউল ইসলাম খোকন, এ্যাড. সামছুল হক, এ্যাড. মোজ্জাফর আহমেদ, এ্যাড. দেলোয়ার হোসেনসহ আরও অনেকে। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিল নারী এ্যাডভোকেট এর সদস্যরা।
এ সময় অবিলম্বে ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে বিচারকার্য্য বন্ধ করে নিয়মিত আদালত চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
তারা আরও জানান অনলাইনে এ কোর্ট অনেক সমস্যা দেখা দিচ্ছে। ঠিকমত ইন্টারনেট পাওয়া যায় না। প্রশিক্ষণ না থাকায় মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কোন এ্যাডভোকেট জামিনের আবেদন করতে বিলম্ব হতে হচ্ছে। তারা জানান বাংলাদেশে স্বল্প পরিসরে একটু একটু চালু হচ্ছে এর পাশাপাশি সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে নিয়মিত কোর্ট চালুর দাবী জানান।